Please wait...

স্বাগত বক্তব্য

alt word_cloud

ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন(এনপিও) এর ওয়েবসাইটে স্বাগত। ১৯৮২ সালের ডিসেম্বর মাসে শ্রম ও জনশক্তি মন্ত্রণালয়ের অধীনে “জাতীয় শ্রম উৎপাদনশীলতা পর্যবেক্ষণ ও পরিনিয়ন্ত্রণ কেন্দ্র (এনসিএমএলপি)” নামে একটি উন্নয়ন প্রকল্প স্থাপন করা হয় । পরবর্তীতে প্রকল্পটির নাম “বাংলাদেশ উৎপাদনশীলতা কেন্দ্র (বিপিসি)” রাখা হয় । এরপর ২০-০৯-৮৯ তারিখে সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশের মাধ্যমে “বাংলাদেশ উৎপাদনশীলতা কেন্দ্র (বিপিসি)” কে “ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন(এনপিও)” নামকরণ করে এটিকে একটি দপ্তর হিসেবে শ্রম ও জনশক্তি মন্ত্রণালয় হতে শিল্প মান্ত্রণালয়ের প্রশাসনাধীনে ন্যাস্ত করা হয় । এরপর শিল্প মন্ত্রণালয়ের আদেশ নং শিম/প্রশি/ ৩ /নপ্রঅ/প্রশাসন ১/৮৯/৬৯ তারিখ ২৩-৩-৮৯ মোতাবেক গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে “ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন(এনপিও)” দপ্তরটিকে সরকারের নিয়মিত রাজস্বখাতে স্থানান্তর করা হয় । জাতীয় ও কারখানা পর্যায়ে উৎপাদনশীলতা সচেতনতা সৃষ্টি, উৎপাদনশীলতা অবকাঠামো উন্নয়ন কর্মসূচী প্রয়োগ ও বাসত্মবায়নসহ বহুমুখী কার্যক্রমের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি তথা জাতীয় অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে এনপিও একমাত্র সরকারি সংস্থা হিসেবে বাংলাদেশে কাজ করে যাচ্ছে। জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করার লক্ষ্যে এনপিও শিল্প কারখানা ও সেবামূলক প্রতিষ্ঠানসমুহে অর্থনৈতিক কর্মকান্ডে গতিশীলতা ও উৎপাদনশীলতা উন্নয়নের মাধ্যমে নিয়মিতভাবে উৎপাদনশীলতা বিষয়ক প্রশিক্ষণ ও কনসালটেন্সি সেবা প্রদানসহ বিভিন্ন কার্যাবলী দক্ষতার সাথে বাস্তবায়ন করে থাকে । এর কার্যক্রম সম্পর্কে জানা এবং প্রয়োজনীয় তথ্য অনলাইনের মাধ্যমে জনগণের কাছে পৌঁছানোইে এই ওয়েবসাইট তৈরির মূল উদ্দ্যেশ্য ।

পরিচালক

alt directors image

জনাব এস.এম. আশরাফুজ্জামান গত ১৮ ডিসেম্বর ২০১৬ তারিখে ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন(এনপিও) তে পরিচালক পদে যোগদান করেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন যুগ্ম সচিব ।